রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ

আগের সংবাদ

খুনিদের সঙ্গে সংলাপ নয় : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ভেন্যু পরিচিতি : ইডেন গার্ডেন্স

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম ভারতের অন্যতম প্রধান একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ১৮৬৪ সালে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল। এটি তৈরির অনেক বড় একটি ইতিহাস আছে। ১৮৩৬-৪২ এই সময়ে ভারতের গভর্নর ছিলেন লর্ড অকল্যান্ড। তার নামেই স্টেডিয়ামটির নাম রাখা হয় ইডেন গার্ডেন্স। এটি ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতা শহরে বিশ্বের চারটি প্রধান নদীর মিলনস্থলে অবস্থিত। পিশন, গিহন, টাইগ্রিস এবং ইউফ্রেডিস নদীর মোহনা বয়ে গেছে এর চারপাশে। আইপিএলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের ঘরোয়া মাঠ এটি। বিভিন্ন সময় এই স্টেডিয়ামটির সংস্কার কাজ করে দর্শক ধারণক্ষমতা বাড়ানো কমানো হয়েছে। বর্তমানে ৮০ হাজার দর্শক একত্রে এই মাঠে খেলা দেখতে পারেন। ১৯১৭-১৮ সালে প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এখানে। ১৯৩৪ সালের জানুয়ারিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় স্টেডিয়ামটির। ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়। আর টি২০ অভিষেক হয়েছে ২০১১ সালের অক্টোবরে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা বিশ্বের অন্যতম অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা। ক্রিকেট বিশ্বের অনেক ইতিহাস বিখ্যাত ঘটনার সাক্ষী হয়ে আছে ইডেন গার্ডেন্স। এই বিশ্বকাপে স্টেডিয়ামটিতে আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচসহ আরো ৫টি ম্যাচ হবে। এছাড়াও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটিও এখানেই হয়।

কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়