রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ

আগের সংবাদ

খুনিদের সঙ্গে সংলাপ নয় : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

বল হাতে ধারাবাহিক জানসেন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন বোলারদের মধ্যে প্রোটিয়া পেসার মার্কো জানসেনের নাম আলোচনায় আসেনি খুব একটা। দক্ষিণ আফ্রিকার ২৩ বছর বয়সি এ পেসার বিশ্বকাপের আগে ওয়ানডেই খেলেন মাত্র কয়েকটি। বিশ্বকাপে জানসেনকে নিয়ে বাজি ধরবেন এমন ভক্তের সংখ্যা নেই বললেই চলে। কিন্তু প্রোটিয়া দলে কাগিসো রাবাদার মতো বিশ্বসেরা পেসারকে বেঞ্চে বসিয়ে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন এই তরুণ। এরই মধ্যে ৬ ম্যাচে তুলে নিয়েছেন ১৩টি উইকেট। রয়েছেন এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচে। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে পার্লে অভিষেক হয় জানসেনের। কিন্তু উইকেট নিয়ে অভিষেক রাঙ্গাতে পারেননি তিনি। ৯ ওভার বল করে ছিলেন উইকেট শূন্য। এরপরের দুই ম্যাচে একাদশেই জায়গা পাননি তিনি। এরপর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়নে আবার দলে ডাক পেয়ে এক ম্যাচে নেন ২ উইকেট। এরপর থেকে নিয়মিত দলে সুযোগ পেলেও এই পেসার নিজের জাত চেনান গত সেপ্টেম্বরে জোহানেসবার্গে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে ৩৯ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট। শুধু তাই নয়, সেই ম্যাচে ব্যাট হাতেও করেন ৪৭ রান। অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। এমন পারফরম্যান্সের পর তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পাশাপাশি মূল একাদশে জায়গা পাকাপোক্ত করেন। বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে বোলিং করলেও ২টি উইকেট তুলে নেন তিনি। এরপর থেকেই প্রতি ম্যাচে দুটি করে উইকেট নেয়া অভ্যাস বানিয়ে ফেলেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষেও ৫৪ রান খরচে দুই উইকেট তুলে নেন তিনি। এরপর ডাচদের বিপক্ষে ২৭ রানে, ইংলিশদের বিপক্ষে ৩৫ রানে, বাংলাদেশের বিপক্ষে ৩৯ রানে ২টি করে উইকেট তুলে নেন। এর মাঝে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম ফিফটির দেখা পাওয়া জানসেন করেন ৭৫ রান। সবশেষ পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নেয়ার বৃত্ত ভেঙে নেন ৩ উইকেট। বিশ্বকাপে এমন পারফরম্যান্সে দারুণ খুুশি এই পেসার। ভারতের মাটিতে জানসেনের ভালো করার অন্যতম কারণ হতে পারে তার আইপিএলে খেলার অভিজ্ঞতা।
রাফিদ বিন ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়