কাপাসিয়ায় গ্রেপ্তার ৭৬, বিএনপির দাবি শতাধিক

আগের সংবাদ

ভুল চালে ব্যাকফুটে বিএনপি : দিতে হচ্ছে সহিংসতার খেসারত > নতুন করে আন্দোলনে গতি ফেরানো কঠিন হবে

পরের সংবাদ

এবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে হোঁচট খেল চেলসি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকেই ধুকছে জায়ান্ট চেলসি। এবার তারা ২-০ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে মাত্র ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে চেলসি। এদিকে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে টটেনহাম হটস্পার। টটেনহামের হয়ে একটি গোল করেন সন হিউ মিন এবং আরেকটি গোল আসে ক্রিস্টাল প্যালেসের ইংলিশ রাইটব্যাক জোয়েল ওয়ার্ডের আত্মঘাতী গোল থেকে। ক্রিস্টাল প্যালেসের হয়ে ম্যাচের শেষের দিকে অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন জর্ডান আইয়িও। এছাড়াও লা লিগায় শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিরোনা। সিরি-আ তে সালেরনিতানার বিপক্ষে ১-০ গোলের জয় পায় জেনোয়া।
ইপিএলের ম্যাচে চেলাসিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট পেল ব্রেন্টফোর্ড। পুরো ম্যাচে চেলসির আধিপত্য থাকলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় ম্যাচ হারে তারা। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটেই এগিয়ে যায় ব্রেন্ডফোর্ড। এরপর ইনজুরি টাইমের ৬ মিনিটে এমবিউমোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এদিকে, ক্রিস্টালের বিপক্ষে প্রথমার্ধে দুই দল আক্রমণে গেলেও গোল পায়নি কেউ। যদিও বল দখলে এগিয়ে ছিল টটেনহামই। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ইংলিশ রাইটব্যাক জোয়েল ওয়ার্ডের আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় টটেনহাম। ম্যাডিসনের করা শটটি তিনি ফেরাতে গিয়ে সরাসরি নিজেদের জালে বল পাঠান তিনি। এরপর ৬৬ মিনিটে জনসনের এসিস্টে দক্ষিণ কোরিয়ান স্টাইকার সন হিউ মিনের গোলে ২-০ তে এগিয়ে যায় তারা। এটি ছিল তাদের প্রথম শট অন টার্গেট। এরপর বিভিন্ন সময় আক্রমণে গেলেও নিয়মিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। এরপর পর অতিরিক্ত সময়ের ১৩ মিনিটের খেলায় ৪ মিনিটে গোল করে গোল ব্যাবধান কমায় ক্রিস্টাল। কিন্তু তাতে লাভ হয়নি তাদের। শেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহাম। এ জয়ে ইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে টটেনহাম। এক ম্যাচ কম খেলে সমান ২১ পয়েন্ট নিয়ে দুই এবং তিনে রয়েছে ম্যানসিটি এবং আর্সেনাল। অপরদিকে লা লিগায় সেল্টাভিগোর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয়ে তালিকার শীর্ষে উঠেছে জিরোনা। পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলে জিরোনা। একের পর এক আক্রমণে গেলেও গোল পাননি কেউ। পরে ইনজুরি টাইমে যোগ করা সময়ে প্রথম মিনিটেই এলেক্সিস গার্সিয়ার এসিস্টে গোল করেন ইয়ানগেল হারেরা। পরে ১-০ গোলের জয় দিয়েই মাঠ ছাড়ে তারা। অপরদিকে সিরি আতে সালেরতিনাতার বিপক্ষে ১-০ গোলের জয় পায় জেনোয়া। ম্যাচের ৩৫ মিনিটেই মালিনোভস্কির অ্যাসিস্টে আলবার্ট গুডমুন্ডসনের গোলে এগিয়ে যায় জেনোয়া। পুরো ম্যাচে দুদল সমান তালেই খেলে গেলেও শেষ হাসিটা হাসে জেনোয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়