নার্ভাস নাইনটিতে সবজির দাম

আগের সংবাদ

তৃতীয় শক্তিকে ক্ষমতায় এনে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে

পরের সংবাদ

রুবাইয়াত-ই-আরেফীন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ

১.
বাদামতলির দিকে দিকে ছিল বাদামগাছের ছায়া,
ওই ছায়াতে থাকতো সদা মাটির মায়া, ডোগের মায়া।
আজকে দেখি, সকল দিকে আগুনঘেরা পাথর-গুহা;
ভেতর দেশে করছে খেলা বাসুকিদের ভয়াল কায়া।

২.
চকোর গেল চিলের সাথে জ্বলনধারার একটি পথে,
চিল শোনাল : ‘ওরে চকোর, গঙ্গা-সুধা এখান হতে’।
বিশটি ফাগুন গত হলে হঠাৎ করে দেখল চকোর,
তাকে ছেড়ে চিল চলেছে ভিন্ন পথে, ভিন্ন মতে।

৩.
বিকর্ণ-দেব নাম ছিল তার, বিদর-বুকে ছিল রাজা;
বিদর তখন কুঞ্জ ছিল, কেউ পেতো না তাতে সাজা।
রাজার বেশে আজকে যদি আসতো সে এই জিঞ্জিরাতে,
দাঙ্গাফ্যাসাদ চুকে যেত, ফুটত পলাশ তাজা তাজা।

৪.
কাদম্বরী বসত করে চট্টলারই দশটি দ্বার;
চট্টলা তাই সবুজ যুবা, চর্যাপদের চর্যাকার।
মারীচ তাতে আসতে না’রে; অচিন্ত্য আর মলয় ঘোষ
মালব রাগে মাধব-ভাষে গান গেয়ে যায় বারংবার।

৫.
ইতিহাসের কিরাত রাজ্য এই যে আমার চাটগাঁ-শহর;
কিরাত-সবুজ নেই এখানে; শুধুই দালান, গাড়ির বহর।
পেয়ারজান আর পঞ্চসতী তাই থাকে ওই আছার-পাহাড়;
আস্কর আলী তাতেই লিখে ওদের নিয়ে অষ্টপ্রহর।

৬.
ফইরাদীঘির মতো আমি শান্ত ছিলাম এই আবাসে;
হঠাৎ করে দেখতে পেয়ে, অড়লগাছের গরম শ্বাসে
ধ্বংস হয়ে যাচ্ছে চুপে দরাজদিলের দোহাজারি;
শঙ্খ আমি সকল অড়ল ভাসিয়ে দিলাম জলোচ্ছ্বাসে।

৭.
মালবপুরে তুমিই সেরা, তুমিই রাজা, তুমিই নবাব;
দেখছি তবু, তোমার আছে পুকুরচুরি করার স্বভাব।
পুকুরচুরি করলে অনেক, বোলার সাথে হাত মিলিয়ে;
দোষ চাপালে শূদ্র-দলে, যাদের অসীম দুঃখ-অভাব।
৮.
রাক্ষাপুরে রাখা’ন-কুসুম নেই কুসুম আর, নেই কুসুম আর;
বোলার বেশে আবির্ভূত হচ্ছে এখন সে বারেবার।
রোঁয়াই-অলির শান্তি-শোভা-ভালোবাসা-সুখের আবাস
করছে বিনাশ তার শরীরে শুঙ ফুটিয়ে সে বেশুমার।

৯.
রোসাঙঘাটে নেই কি রে আর সেই দেবতার শান্তিবাণী?
শিষ্যরা তার উড়্কাবাহার ছন্না ধরে হানাহানি
যাচ্ছে করে অষ্টপ্রহর সংখ্যালঘু চকার সাথে;
ধ্বংস করে দিচ্ছে তাদের এবাদতের স্বর্গরাণী।

১০.
রাচিদঙের গজারিরা মারীচ হয়ে মারছে পাখি;
তিনশত ষাট অলির বনের গজারিদের দোষটা বা কী?
দেখতে হলো, এখানটাতে ওদের ’পরে চললো তবু…
অপমানে আর বেদনে সিক্ত হলো আমার আঁখি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়