নার্ভাস নাইনটিতে সবজির দাম

আগের সংবাদ

তৃতীয় শক্তিকে ক্ষমতায় এনে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে

পরের সংবাদ

সিংহবাহিনী বেলা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্লাবনে পেলবতা আর-
সপ্তনীলে সাদাপাল নাও,
আবারও রোদের নাক ফোলানো,
আর্দ্রতার দড়িলাফ।
প্রথম আলো হাসবার আগে-
সবুজশীর্ষে সজীবতার মুক্তো,
ঢং ঢং ঢেউ হয়ে উড়ে যায়।
মল্লিকা, শিউলি, মাধবী,
প্রজাপতি হয় কখনও,
ওদের কারো কালো অরণ্যে।
প্রবাহের আয়নায় বিম্ব ফেলে কাশফুল,
লোভী করে কয়েকজন তারুণ্যকে-
তালপিঠার গন্ধ।
আর ঢাক বাজিয়ে,
ওপাড়ায় অর্ঘ নিতে আসেন সিংহবাহিনী।
কখনোসখনো দীর্ঘ মিছিল ফেরে-
রঙবেরঙ টুপির আশ্রয় হারিয়ে,
কাগজটুপির কান্না মিশে কোলাহলে।
মিষ্টি সেমাই, জাফরানি জর্দা-
হাত বাড়ায় সার্বজনীনতার দিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়