পুলিশ হত্যা মামলা : রিজভী-সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আগের সংবাদ

নির্বাচন পর্যন্ত সংস্কারে ছাড় : আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নিশ্চিত, ঋণ চুক্তির ছয়টি শর্তের মধ্যে চারটি পূরণ হয়েছে

পরের সংবাদ

যুদ্ধে দুই মিত্রকে সহায়তায় কতটা সক্ষম যুক্তরাষ্ট্র

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : একসঙ্গে নিজের দুই মিত্র ইসরাইল ও ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। গত সোমবার ব্রিটিশ ব্রডকাস্টার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এসময় তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরাইলের পাশে থাকার পাশাপাশি ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জ্যানেট ইয়েলেন বলেন, ইসরাইলকে একইসঙ্গে সমর্থন ও সামরিক সহায়তা দিয়ে যাওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরা ইউক্রেনকেও সমর্থন দেয়া অব্যাহত রাখব এবং আমাদের সেটি করতেই হবে। তিনি নিশ্চিত করেন, দুটি যুদ্ধে একসঙ্গে অর্থ খরচ করার আর্থিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যদিও তিনি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে শঙ্কা জানিয়েছেন। পশ্চিমা দেশগুলোতে গত এক বছরে জীবনযাত্রার খরচ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারকে আরো অস্থির করে তুলতে পারে। ইয়েলেন বলেন, আমাদের ইসরাইল ও ইউক্রেন উভয় দেশকেই অর্থ সরবরাহ করতে হবে। এটাই বাইডেন প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। এখন এই সংক্রান্ত আইন পাস করার দায়িত্ব পার্লামেন্টের। উল্লেখ্য, এখন পর্যন্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে ১১৩ বিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ইউক্রেন। গত সপ্তাহে সিএনএন জানিয়েছে, ধুঁকতে থাকা ইউক্রেনকে সহায়তা করতে গিয়ে নিজেদের অস্ত্রভাণ্ডারে যে ঘাটতি সৃষ্টি হয়েছে, তা পূরণে অস্ত্র কোম্পানিগুলোকে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইসরাইল-হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার দেশের ওপর থেকে ‘আন্তর্জাতিক মনোযোগ’ সরে যাওয়া উচিত নয়। গত আগস্ট মাসে সিএনএনের এক জরিপ অনুযায়ী, কিয়েভকে অব্যাহতভাবে অর্থ সহায়তা দিয়ে যাওয়ার পক্ষে সমর্থন কমছে যুক্তরাষ্ট্রে। জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ মার্কিনি ইউক্রেনকে অর্থ প্রদানের বিরোধিতা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়