গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ চোরের কল

আগের সংবাদ

পরিবারের আড়ালে তৎপর দল > খালেদার বিদেশযাত্রা : আলোচনায় জার্মানি > আশাবাদী দল ও পরিবার > অল্প সময়ে সিদ্ধান্ত

পরের সংবাদ

টাইগার থ্রির টিজারে নতুন বার্তা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ২০১৭ সালের পর থেকে সালমান খানের কোনো সিনেমাই সেভাবে সাফল্য পায়নি। কিছু সিনেমা টেনেটুনে বাজেট তুলতে পারলেও পায়নি প্রশংসা। আবার কিছু সিনেমা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এবার ফেরার আভাস দিলেন বলিউড ভাইজান সালমান খান। আসন্ন সিনেমা ‘টাইগার ৩’ যেন তার তুরুপের তাস হতে চলেছে। সদ্যই প্রকাশ্যে আসা ‘টাইগার ৩’র টিজার দেখে অন্তত এমনটাই মনে করছেন দর্শক-সমালোচকরা। দেশপ্রেমের সঙ্গে তুমুল অ্যাকশন; এটা বরাবরই সালমানের প্রিয় ও সফল ক্ষেত্র। ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’র উৎকৃষ্ট উদাহরণ। এক মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যরে এই টিজারে অবিনাশ সিং রাথোর তথা টাইগার হয়ে নিজের বার্তা দিয়েছেন সালমান খান। এতে দেখা যায়, ভারতীয় স্পাই এজেন্ট হলেও কোনো কারণে টাইগারকে দেশদ্রোহী বলে প্রচার করা হচ্ছে। নিজের বার্তায় টাইগার বলে, ‘আমার ছেলেকে আমি নই, গোটা ভারত বলবে ওর বাবা কী ছিল, দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক’। যেখানে সালমান বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত টাইগার মরেনি, ততক্ষণ পর্যন্ত সে হারেনি।’ বলা দরকার, ‘টাইগার ৩’ হলো যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার হিট স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ মুক্তি পায়। সব সিনেমাই বক্স অফিসে সফল। ‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া ভিলেন চরিত্রে ইমরান হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এতে অতিথি চরিত্রে হাজির হবেন ‘পাঠান’ রূপী শাহরুখ খান। দীপাবলি উৎসব উপলক্ষে আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়