প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

আগের সংবাদ

ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম : গণমাধ্যমের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়া

পরের সংবাদ

বাড়ি পাচ্ছেন ‘দিলারাম’খ্যাত হামিদা বানু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক :
কোক স্টুডিও বাংলায় ‘দিলারাম’ গেয়ে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান হামিদা বানু। লোকসংগীতশিল্পী হামিদা বানুর নিজের কোনো বাড়ি না থাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাকে একটি বাড়ি দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। স¤প্রতি হামিদা বানুকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে। প্রতিবেদনটি নজরে আসায় হামিদা বানুর সঙ্গে যোগাযোগ করেন জেলা প্রশাসক। গতকাল সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে হামিদা বানুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘হামিদা বানুর নিজের কোনো আবাসন নেই।’ তার জন্য সুনামগঞ্জ সদরে আশ্রয়ণ প্রকল্পের দুই ঘরের একটি বাড়ির বন্দোবস্ত করছেন তারা। পূর্বে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হামিদা বানু বলেছিলেন, তিনি স্বপ্ন দেখেন, একদিন নিজের একটা ঠিকানা হবে। সেখানে ছেলেমেয়েকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেবেন। ঠিকানা পেয়ে হামিদা বানু বলেন, ‘আমার খুব ভালো লাগছে, অবশেষে আমি একটা ঠিকানা পাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’ হামিদা বানুর সংগীতচর্চার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে একটি হারমোনিয়াম ও একটি উকুলেলে উপহার দিচ্ছে জেলা প্রশাসন। উল্লেখ্য, প্রায় চার বছর ধরে হাসন রাজা মিউজিয়ামে কাজ করছিলেন ৪৭ বছর বয়সি হামিদা। গত বছর বন্যায় মিউজিয়ামটি বন্ধের পর রুটিরুজি নিয়ে আবারো অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। ঠিকানাহীন হামিদা বানু মেয়ে সোয়ানাকে নিয়ে আপাতত হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক সামারীন দেওয়ানের বাড়িতে আশ্রয়ে আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়