প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

আগের সংবাদ

ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম : গণমাধ্যমের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়া

পরের সংবাদ

প্রকাশ্যে ‘বাঘা যতীন’র প্রথম গান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :
ব্যোমকেশের পর এবার ‘বাঘা যতীন’ হয়ে পর্দায় ধরা দিতে চলেছেন দেব। ইতোমধ্যেই অরুণ রায় পরিচালিত এই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এলো এই সিনেমার প্রথম গান। রূপম ইসলামের কণ্ঠে ‘এই দেশ আমার’ মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে চলে এসেছে। বরং আমজনতার সামনে দক্ষিণ কলকাতার পাটুলির রাস্তায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে এটি। আর এই অনুষ্ঠানে হাজির ছিল ‘বাঘা যতীন’ সিনেমার টিম। সিনেমার নাম দেখেই স্পষ্ট এখানে বিপ্লবী ‘বাঘা যতীন’র লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। ফুটে উঠবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ছবি। দেশকে স্বাধীন করতে বিপ্লবীদের কী কী করতে হয়েছিল, কিসের সম্মুখীন হতে হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আর তারই কিছু ঝলক ধরা পড়ল সিনেমার এই গান এবং সেই গানের কথায়। ভিডিওর শুরুতেই অনুরণিত হয় ‘বন্দে মাতরম’ ধ্বনি। তারপরই দেখা যায় ‘বাঘা যতীন’ মানে দেব একটি কাগজ খেয়ে ফেললেন এবং আরেকটি কাগজের লেখা মুছতে সেটাকে জলে গুলে ফেললেন। এরপরই একে একে ফুটে ওঠে রাখি বন্ধনের দৃশ্য, ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের যুদ্ধ। দেবকে একাধিক ছদ্মবেশ এবং রূপেও দেখা যায়। ধরা পড়ে লড়াই এবং তার প্রস্তুতির ছবি। বাঘা যতীন ছবিতে দেবের বিপরীতে বিপ্লবীর স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে নবাগতা সৃজা দত্তকে। আছেন সুদীপ্তা চক্রবর্তী। আগামী ১৯ অক্টোবর মুক্তি প্রেক্ষাগৃহে আসবে।
একই দিনে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’, অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়