উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ২ জন নিহত

আগের সংবাদ

সতর্ক থেকেই ভোটের মাঠে আওয়ামী লীগ

পরের সংবাদ

‘বাদামি হায়নার কবলে’ তারা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১:২০ পূর্বাহ্ণ

ব্যোমকেশ বলুন বা ফেলুদা- এরা সবাই বেশ রয়ে সয়ে কেস রহস্য সমাধান করতে পারদর্শী। বাঙালির যে গোয়েন্দা একেবারেই আলাদা তিনি হলেন দীপক চ্যাটার্জি। আর সেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মুহূর্তে ছদ্মবেশ ধারণ করতে পারা, অন্ধকারে লক্ষ্যভেদ করতে পারা দীপক চ্যাটার্জি এবার ফিরছেন পর্দায়। বইয়ের পাতা থেকে উঠে এবার তিনি সেলুলয়েডের পর্দায় ধরা দেবেন। ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে দীপক চ্যাটার্জি পর্দায় আসবে। তার এই সিনেমার নাম হতে চলেছে ‘শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে’। এখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এর আগেও দর্শক আবিরকে ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা, প্রভৃতি গোয়েন্দা চরিত্রে দেখেছেন। পরিচালকের কথায় ‘ব্যোমকেশ, ফেলুদাকে নিয়ে এত সিনেমা হয়েছে যে আমরা সেই চরিত্রগুলোকে নিংড়ে শেষ করে দিয়েছি। ফলে চর্বিতচর্বণ থেকে বেরোনো প্রয়োজন। আর বাংলার সাহিত্য ভাণ্ডার কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়, সেটা বিরাট। স্বপন কুমারের লেখা এগুলোর তুলনায় অনেক আলাদা, সেখানে কল্পনার ডানা মেলার অনেক জায়গা আছে। এই ছবি একটা অন্য জগতের খোঁজ দেবে।’ এই ছবিতে আবির ছাড়াও স্বপন কুমারের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, রতনলাল অর্থাৎ গোয়েন্দার সহকারী হিসেবে থাকবেন প্রতীক দত্ত। শ্রæতি দাসকে একদম অদেখা লুকে দেখা যাবে এখানে। এটি একটি ফিকশন ঘরানার ছবি হতে চলেছে। গল্পে গোয়েন্দাকে যেমন বর্ণনা করা হয়েছে যে একহাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ সেভাবেই আবিরের লুক এবং প্রথম পোস্টার তৈরি করা হয়েছে। গল্পের সঙ্গে লুকের সামঞ্জস্য রেখেছেন পরিচালক। আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলছে এই সিনেমাটি।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়