ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সম্প্রতি কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে দিয়ে মূল্যবান ধাতুটির বাজারদর দুই সপ্তাহের সর্বনি¤œ পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। মার্কিন বন্ডে সুদহার বৃদ্ধি স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলত এ কারণেই দাম কমেছে।
ব্যবসায়ীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গতিবিধির ওপর নজর রাখছেন।
এর ওপরই নির্ভর করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর কিংবা কমানোর সিদ্ধান্ত। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সুদহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ফলে স্বর্ণের চাহিদা ও দাম আরো কমে যেতে পারে।
স্পট মার্কেটে গত বুধবার স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯১০ ডলারে। আগের দিন প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ১ হাজার ৯০৬ ডলার ৫০ সেন্টে, যা ২৫ আগস্টের পর সর্বনি¤œ। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৩৩ ডলার ৪০ সেন্টে।
এদিকে রুপার দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২২ ডলার ৮৬ সেন্টে নেমেছে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বনি¤œ। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৯০০ ডলার ১৬ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৪ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়