ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

আমিও মানুষ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি বেঁচে আছি, আছি স্বশব্দে
উচ্চকিত না থেকেও আছি নৈঃশব্দ্যে
আছি আঁকার বাঁকে
আছি যাত্রার ডায়লগে,
আছি যাত্রী বেশে লোকাল বাসে
আছি প্রেমের ছাত্র হয়ে প্রেয়সীর বুকে,
আছি বিজয়ের উল্কি হয়ে দ্বিক বিজয়ীর বাহুতে।
শেষ কবে কোথায় পা ফেলেছিলাম
মনে নেই, তবে আমি ছিলাম বরফ হয়ে
সিকিমের শীতল ভূমিতে,
আবহাওয়া পরিবর্তনের ঘন কুয়াশায়,
কালো নিরীহ ইয়াকের পিঠে,
ছিলাম আমি বাংলা আন্দোলনের মোমবাতি প্রজ্বালনে।
প্রশস্ত আকাশে মেঘ হয়ে আমি শিশু অধিকারের পতাকা উড়িয়েছি,
জাতিসভায় আবৃত্তি করেছি বিদ্রোহী কবিতা,
সেদিন উদ্বোধন হওয়া মেট্রোরেলের মাথায় বেঁধে দিয়েছি পশুপ্রেমের ঝান্ডা।
আমি শোকে হয়েছি কাতর, আদর চেয়েছি কতো!
নদীজল, বিশুদ্ধ স্রোত আর নদী তীরে পত্তন করেছি আলোর শহর,
প্রেম বিরহ আর দুঃখ রচনার কালীতে
এঁকেছি মানচিত্র।
শহর ছাড়িয়ে আমার অবস্থান নয়, শহরের ভেতরেই আমার আবাস,
আমি মানুষ ভালোবাসি,
পহেলা বৈশাখে মানুষের মুখের দিকে চেয়ে থাকি মায়াবী পিপাসা নিয়ে,
হায় মানুষ, হায় মানুষ, মানুষ হতেই জন্ম নেয় সৃষ্টি। হায় আমিও মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়