সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করব : ত্রাণ প্রতিমন্ত্রী

আগের সংবাদ

সাইডলাইন কূটনীতিতে বাজিমাত : সম্মানিত করেছে ভারত, চাপমুক্ত সরকার > পঞ্চবটীতে ভূ-রাজনীতির নতুন সমীকরণ

পরের সংবাদ

দাড়ি দিবস!

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যে কোনও শৌখিন বা সাধারণ পুরুষের থেকে আপনি জানতে পারবেন, সুন্দর চেহারায় ব্যক্তিত্ব এবং চরিত্রের অতিরিক্ত স্তর যুক্ত করার জন্য দাড়িই সবকিছু। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যিনি নিয়মিত দাড়ি ছাঁটেন, সমীক্ষা বলছে তিনি সারা জীবনে গড়ে ৩ হাজার ৩৫০ ঘণ্টা সময় ব্যয় করেন দাড়ি কাটার পেছনে। সময়টা নেহায়েত কম নয়। দাড়িতে আবার অনেককে দেখতেও সুন্দর লাগে। এই সুন্দর লাগার ব্যাপারটি হয়তো তিনি নিজেই জানেন না। যেমন জানতেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। ‘আপনি যদি দাড়ি রাখেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে’, ছোট্ট এক মেয়ের এমন চিঠি পাবার পরই তিনি দাড়ি রাখার অভ্যেস করলেন। আব্রাহাম লিংকনকে দাড়ি ছাড়া একবার কল্পনা করে দেখুন তো! কেউ কেউ বলেন, দাড়ি পৌরুষের প্রতীক। দাড়ি রাখার দারুণ কিছু স্বাস্থ্যগত উপকারের দিকও রয়েছে। পরিবেশে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মুখ হয়ে ভেতরে ঢুকতে বাধা দেয় দাড়ি। ফলে গলার কোনো রোগ হওয়ার ঝুঁকি কমে যায়। শরীরের তাপমাত্রা ধরে রাখতেও দাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বের অনেক দেশেই সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার ছিল বিশ্ব দাড়ি দিবস। তবে, বিশ্ব দাড়ি দিবসের সঠিক উৎস অজানা। প্রতি বছর সেপ্টেম্বরের শুরুতে বিশ্বের অনেক দেশেই দাড়িওয়ালা পুরুষরা শান্ত পারিবারিক পিকনিক থেকে শুরু করে বড় আকারের রাস্তার কুচকাওয়াজ পর্যন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করে এবং পরিচালনা করে। এই দিনে শেভ করা চরম অসম্মানের প্রকাশ হিসাবে বিবেচিত হয়। ন্যাশনাল ডে ক্যালেন্ডারের তথ্যমতে, ২০১০ সালে দিনটির যাত্রা শুরু।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়