প্রাথমিকে বৃত্তি প্রদান : পরীক্ষায় নয়, নানা অলিম্পিয়াডে হতে পারে মেধা যাচাই

আগের সংবাদ

দিল্লির আন্তরিকতার বার্তা স্পষ্ট :চীন নিয়ে উদ্বেগ দূর করল বাংলাদেশ > স্থিতিশীলতার প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের

পরের সংবাদ

‘সৌরভ’ হচ্ছেন আয়ুষ্মান খুরানা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ধোনি, শচিনের পর এবার সৌরভকে নিয়ে বায়োপিক। সৌরভের ভূমিকায় বড়পর্দায় আয়ুষ্মান খুরানা! দাদার ক্রিকেট ক্যারিয়ার বড়পর্দায় তুলে ধরবেন নাকি আয়ুষ্মান খুরানাই। জল্পনায় হৃতিক, রণবীরের নাম উঠে এলেও আয়ুষ্মানই এগিয়ে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এমনটাই জানা যাচ্ছে। লাভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে সৌরভের বায়োপিক। চিত্রনাট্য লেখার কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখা শেষ হলেই চলতি বছর নভেম্বর-ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হতে পারে শুটিং। জানা গেছে, প্রায় ১৫০ কোটি টাকার বাজেট। সেই বাজেট পরে বাড়তেও পারে। তবে সৌরভের নাম ভূমিকায় বলিউডের কোন রথীকে দেখা যাবে, সেই নিয়ে জল্পনা প্রথম থেকেই। প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে কয়েক মাস আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মহারাজ-পতœী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।’ ডোনা আরো বলেছিলেন, “আমার ফেভারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুকস’ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেয়া হবে।”

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়