বিএনপির দাবি : রোহিঙ্গা সংকট সমাধানের সক্ষমতা নেই সরকারের

আগের সংবাদ

স্বর্ণ গায়েব নিয়ে অনেক প্রশ্ন

পরের সংবাদ

‘চন্দ্রমুখী-২’ নিয়ে আসছেন কঙ্গনা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এলো ‘চন্দ্রমুখী-২’র ট্রেলার। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। সিনেমায় কঙ্গনা ভেট্টিয়ান রাজার দরবারের একজন নৃত্যশিল্পী। নাম চন্দ্রমুখী। যে নিজের সৌন্দর্য ও নাচের দক্ষতার জন্য সুপরিচিত ছিল। ‘চন্দ্রমুখী-২’র ট্রেলারে দেখা যাচ্ছে একটি পরিবার একটি বড় প্রসাদে থাকতে আসে তাদের জীবনে আসা কোনো এক সমস্যা সমাধান করতে। তবে তাদের নিষেধ করা হয় প্রাসাদের দক্ষিণ অংশে না যেতে। সমস্যা সমাধানের জন্য সেই প্রাসাদে এলেও নতুন করে জড়িয়ে পড়ে ঝামেলায়। ১৭ বছর পর ফের একবার চন্দ্রমুখীর গল্প নেয় নতুন মোড়। রাজ দরবারের ২০০ বছরের পুরনো এক ঘটনার সঙ্গে বর্তমানের সংযোগ প্রকাশ্যে আসে। হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েল এটি। যাতে অভিনয় করেছিলেন রজনীকান্ত এবং জ্যোতিকা। সেটি ছিল ব্লকবাস্টার হিট। ‘চন্দ্রমুখী-২’ সিনেমাটি তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং কন্নড় ভাষায় আগামী ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মুক্তি পাবে। ‘চন্দ্রমুখী-২’র জন্য কম পরিশ্রম করতে হয়নি কঙ্গনাকে। আলাদা করে তামিল নিতে হয়েছে ভরতনাট্যমে। এই সিনেমার গান ‘স্বাগতাঞ্জলী’তে যা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। তবে ট্রেলারে কঙ্গনার উপস্থিতি কম ছিল। প্রসঙ্গত, সুপারহিট তামিল সিনেমা চন্দ্রমুখীর থেকেই কিন্তু বানানো হয়েছিল ভুল ভুলাইয়া। যাতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। এরপর ২০২২ সালে বলিউডে ভুল ভুলাইয়া ২ এসে গেলেও, চন্দ্রমুখী-২ আসেনি এতদিন। এখন দেখার নর্তকী ভূতের চরিত্রকে যথাযথ সম্মান দিতে পারেন কিনা কঙ্গনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়