সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন ভবঘুরে নারী

আগের সংবাদ

নতুন দিগন্তের দ্বার উন্মোচন : এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

পরের সংবাদ

এষার অস্বস্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৩ , ১:২৯ পূর্বাহ্ণ

বয়স তার ৮৭ ছুঁইছুঁই। তাতে কী! এই বয়সে একেবারে সাবলীলভাবে পর্দায় শাবানা আজমিকে চুম্বন ধর্মেন্দ্রর। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে বর্ষীয়ান দুই তারকার এমন দৃশ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শকদের মধ্যে। একদল রয়েছেন যারা একটু নাক সিঁটকেছেন, একদল অবশ্য স্বাগত জানিয়েছেন। ওদিকে ধর্মেন্দ্রকে এমন দৃশ্যে অভিনয় করতে দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো গোসা করবেন তার স্ত্রী হেমা মালিনী। তবে পেশাদারত্ব ও কর্মজীবনকে এক করতে নারাজ হেমা। শাবানার সঙ্গে স্বামীর চুম্বনের দৃশ্যেরও প্রশংসা করেছেন মন খুলে। ধর্মেন্দ্রকে এত দিন পরে পর্দায় দেখে খুশিই হয়েছেন। স্ত্রী যাই বলুন মেয়ে এষা দেওলের মত অবশ্য ভিন্ন। এক সাক্ষাৎকারে এষা বলেন, ‘হ্যাঁ, আমি ছবিটা দেখেছি এবং আমার কাছে আবেগপ্রবণ একটা ছবি। মেয়ে হিসেবে কিছু দৃশ্যে বাবাকে দেখাটা আমার কাছে খুব আবেগপ্রবণ মুহূর্ত ছিল। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, দর্শক হিসেবেও আমি ওকে শ্রদ্ধা করি। তাই হলে বসে নিজেকে বলছিলাম, আমি যেন ওর মেয়ে হিসেবে এটা না দেখি।’ দর্শক হিসেবে ছবিটা দেখেছি। তবে এষার অস্বস্তি চুম্বনের দৃশ্য দেখেই হয়েছিল কিনা সেটা সরাসরি জানাননি। পর্দায় চুম্বন দৃশ্যের কোনো বয়সের সীমারেখা আদৌ থাকা উচিত? এষার সাফ কথা, ‘একেবারেই কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। আর আমার বাবাকে খুব সুন্দর লেগেছে। এমনিতেই বাবা ভীষণ প্রেমিক মানুষ। তাই খুব মানিয়েছে ওকে। আর শাবানাজিকে খুব ভালো লেগেছে। তবে জয় আন্টির জন্য একটু বিশেষ জায়গা রয়েছে আমার হৃদয়ে।’ যদিও দেওল পরিবারের গোঁড়ামি নিয়ে বলিপাড়ায় কানাঘুষা কম নেই। একই পরিবারের সন্তান হয়েও সানি দেওল যে ছাড় পেয়েছেন, এষা দেওল তা পাননি। এমনকি সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে সাঁতারপোশাক পরার অনুমতি পাওয়া নিয়েও কম কাঠখড় পোড়াতে হয়নি এষাকে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়