মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৫৬

আগের সংবাদ

ছাত্রলীগে এত আগাছা কেন : যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তিন শতাধিক পদধারী বহিষ্কার

পরের সংবাদ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার যাদের ঝুলিতে

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যে কোনো শিল্পীর জীবনের স্বপ্ন জাতীয় এই সম্মান পাওয়ার। বলছি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা। ঘোষণা এল ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার দৌড়ে সবাইকে পেছনে ফেললেন ‘পুষ্পা’ নেতা আল্লু অর্জুন। ‘আরআরআর’র দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলেছেন এই দক্ষিণি তারকা। প্রথম তেলুগু অভিনেতা হিসেবে জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান হাতে তুলে নিলেন, চোখ ছল ছল করে ভাসলেন আবেগে। ‘পুষ্পা’ টিমের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে দেখা গেল আল্লুকে। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিস চমক দেখিয়েছে। চন্দনকাঠের চোরা চালান করে ফুলে ফেঁপে ওঠা স্মাগলার পুষ্পারাজের গল্প উঠে এসেছে এই ছবিতে। শ্রীভাল্লি-পুষ্পার প্রেম কাহিনীও ছিল এই সিনেমার অন্যতম ইউএসপি। সেরা অভিনেত্রীর দৌড়ে এবার হার মানতে হয়েছে ‘থালাইভি’ কঙ্গনাকে। ‘গাঙ্গুবাই’ আলিয়ার সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন কৃতি শ্যানন। ল²ণ উতরেকরের ‘মিমি’ সিনেমার জন্য এই সম্মান পেয়েছেন অভিনেত্রী। সিনেমায় সারোগেট মাদারের চরিত্রে দেখা মিলেছিল কৃতির। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য পাওয়া এই সম্মান নিজের অনুরাগীদের পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি ও নিজের পরিবারকে উৎসর্গ করেছেন আলিয়া। তার কথায়, ‘তোমাদের ছাড়া আমি অচল, এভাবেই তোমাদের মনোরঞ্জন করে যেতে চাই।’ পরিচালক আর মাধবানের প্রথম সিনেমা ‘রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট’। এই সিনেমার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন অভিনেতা, বিক্রি করেছেন বাড়িও। এদিন শ্রেষ্ঠ ছবির জাতীয় পুরস্কার জয়ের পর স্বস্তির হাসি লেগেছিল তার মুখে। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার নম্বি নারায়ণনের সাফল্যের পাশাপাশি তার ওপর চরবৃত্তির অভিযোগের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা। নাম ভূমিকায় খোদ মাধবান। পুরস্কার জিতে বাবা-মা ও নম্বি নারায়ণকে সেটি উৎসর্গ করলেন মাধবান। এবার শ্রেষ্ঠ পপুলার সিনেমার পুরস্কারে ভূষিত হলো বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘আরআরআর’। পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন পঙ্কজ ত্রিপাঠী। পার্শ্ব অভিনেত্রী বিভাগে পল্লবী যোশী। বাংলার ঘরে বিভাগে এলো দুটি জাতীয় পুরস্কার। শ্রেষ্ঠ অডিওগ্রাফি পুরস্কারে ভূষিত ‘ঝিল্লি’। শ্রেষ্ঠ বাংলা সিনেমা হলো ‘কালকক্ষ’।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়