প্রশ্ন বিচারপতির : তারা কি পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও ক্ষমতাধর

আগের সংবাদ

এবার তানজিদের লক্ষ্য বিশ্বকাপ জয়

পরের সংবাদ

জাপানে ডায়নোসর বেঞ্চ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জাপানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল হয়েছে ‘ডায়নোসর বেঞ্চ’। দেশটির ফুকুই প্রাদেশিক সরকারের সদর দপ্তরের সামনে ডায়নোসরের অবয়বযুক্ত এই বেঞ্চগুলো স্থাপন করা হয়েছে।
প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইয়ুসুকে তেরাই জাপানের দ্য মাইনিচি পত্রিকাকে বলেন, সামনে থেকে দেখলে বেঞ্চগুলোকে বিশেষত্বহীন বলেই মনে হয়। কিন্তু আপনি যখন বেঞ্চগুলোকে পাশ থেকে দেখবেন তখন সেখানে পরিষ্কারভাবে ডায়নোসরের কার্টুনিস্ট অবয়ব দেখতে পাবেন।
ইয়ুসুকে তেরাই টুইটারে (বর্তমানে এক্স) ডায়নোসরের অবয়বযুক্ত বেঞ্চগুলোর ছবি পোস্ট করলে সেটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গত ৭ আগস্ট পর্যন্ত তার পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৬০ লাখ ভিউ হয়েছে। টেরাই জানান, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট ১ হাজার লাইক পর্যন্ত পেয়ে থাকে। কিন্তু ডায়নোসরের অবয়বযুক্ত বেঞ্চগুলোর ছবি নেটিজেনদের মধ্যে এত সাড়া ফেলায় তিনি বিস্ময়াভূত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়