দুই বাসের চাপা : সরকারি চাকরির পরীক্ষা দেয়া হলো না মনিরের

আগের সংবাদ

পুঁজিবাজার চিত্র : বিমার দাপটে সূচকের তেজিভাব

পরের সংবাদ

এক্সআর হেডসেট বাজারজাতের সময় পেছাল স্যামসাং

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটিতে যুক্ত হওয়ার জন্য হেডসেট তৈরি করছে বিভিন্ন কোম্পানি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টও উদ্যোগ নিয়েছিল। তবে শিগগিরই এ ডিভাইস বাজারে আনছে না কোম্পানিটি। সম্প্রতি প্যানেল সরবরাহকারীদের সময় পেছানোর বিষয়েও জানানো হয়েছে। এ সময়সীমা তিন-ছয় মাস পর্যন্ত হতে পারে। সম্প্রতি ভিশন প্রো নামে মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট উন্মোচন করেছে অ্যাপল। এ কারণে এক্সআর প্রকল্প পুনর্বিবেচনার কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট। বর্তমানে ভিশন প্রোর ফিচার ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করছে স্যামসাং। পর্যালোচনার মাধ্যমে এক্সআরের ডিজাইন, ভেতরে ব্যবহৃত যন্ত্রাংশে পরিবর্তন আনার বিষয়টি দেখা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। ২০১৪ সালে অকুলাসের সঙ্গে সম্মিলিতভাবে গিয়ার ভিআর বাজারজাতে কাজ করেছে স্যামসাং। পরবর্তী সময়ে ২০১৮ সালে ওডেসি প্লাস উন্মোচন করা হয়। কিন্তু সেগুলো ভালো পারফরম্যান্স করতে না পারায় জনপ্রিয়তা পায়নি। পাশাপাশি সে সময় এক্সআরের বাজার ততটা বিস্তৃত ও জনপ্রিয় ছিল না। স্মার্টফোনের সঙ্গে যুক্ত করার সময় সমস্যার কথাও জানিয়েছিলেন ব্যবহারকারীরা। এক্সআর হেডসেটের সক্ষমতা বাড়াতে মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেস ইউনিটের সঙ্গে ইমারসিভ ডিসপ্লে ল্যাব চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। এক্সআর নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করাই এর লক্ষ্য। স্যামসাংয়ের এক্সআর ডিভাইস সম্পর্কে সেভাবে কোনো তথ্য জানা যায়নি। বিশ্লেষকদের মতে, কোয়ালকমের চিপসেট ও গুগলের অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়