ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

পাঁচ চ্যালেঞ্জে আওয়ামী লীগ : বিদেশিদের তৎপরতা > বিরোধীদের আন্দোলন > মূল্যস্ফীতি > অভ্যন্তরীণ কোন্দল > সরকারবিরোধী অপপ্রচার

পরের সংবাদ

নিজস্ব অপারেটিং সিস্টেম চালু চীনের

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ পর্যায়ে গবেষণার মাধ্যমে ডেস্কটপের জন্য প্রথম উন্মুক্ত অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে চীন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ। প্রাপ্ত তথ্যানুযায়ী, স¤প্রতি অপারেটিং সিস্টেমটি উন্মোচন করা হয়েছে। এটি মূলত বিদ্যমান লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর। ৪ হাজারের বেশি ডেভেলপার এটি তৈরিতে কাজ করেছে। মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। খাতসংশ্লিষ্টদের তথ্যের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ২০২২ সালে চীনের অপারেটিং সিস্টেমের বাজার ছিল প্রায় ১ হাজার ৫৫০ কোটি ইউয়ান বা ২১০ কোটি ডলার মূল্যের। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিমুক্ত কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশটির বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ওপেনকাইলিন সিস্টেম তৈরিতে কাজ করেছে বলেও জানা গেছে। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়