সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

‘মাস্তান’ চরিত্রে প্রীতম

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সাজা খেটে জেল থেকে মুক্ত হন এক যুবক। মুক্তির পর ওই যুবক ঠিক করেন, আর তিনি সন্ত্রাসী জীবন কাটাবেন না; সৎভাবে কোনো কাজ করবেন। কিন্তু সৎ থাকতে চাইলেও পরিবেশ তাকে শান্তিতে থাকতে দেয় না। নানা অঘটন আর সমস্যায় পড়তে হয় তাকে। এমনই ঘটনায় নির্মিত হয়েছে নাটক ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’। নাটকে প্রীতম ‘মাস্তান’ চরিত্র করেছেন। শুধু অভিনয়ই নয়, ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নামের নাটকটিও প্রীতমের লেখা। আর পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। ফেসবুকে নাটকের একটি পোস্টার শেয়ার করে প্রীতম জানিয়েছেন, গল্প সিরিয়াস হলেও বিনোদনমূলক হিসেবে তুলে ধরা হয়েছে নাটকটি। নাটকটি ঈদে আসছে ইউটিউবে। প্রীতম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নাটকের গল্পের ধারণা নির্মাতা বান্নাহর। তার মুখে গল্প শুনেই প্রতীমের ভালো লেগেছিল। এতে আরো অভিনয় করছেন মাখনুন মাহিমা, সুমন আনোয়ারসহ কয়েকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়