ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনায় পানিতে ডুবে ১৪ মাস বয়সি এক শিশু মারা গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম জুনাইদ। শিশুটি ওই গ্রামের কৃষক মো. আবদুস সাত্তারের ছেলে। মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, শিশু জুনাইদ গতকাল সকাল ৮টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে কৃষি জমিতে আসা বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখা যায়। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়