ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

চান্দিনায় দা-বঁটি ও ছুরি বানাতে ব্যস্ত কামাররা

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রিপন আহমেদ ভূঁইয়া, চান্দিনা (কুমিল্লা) থেকে : ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার চান্দিনায় দা, বঁটি, চাপাতি, ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। টুং টাং শব্দ আর ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে উপজেলায় বিভিন্ন হাট-বাজার।
চান্দিনা পুরাতন গরু বাজার কামার পট্টি, উপজেলার দোল্লাই নবাবপুর বাজার, দারোরা, মাধাইয়া, বদরপুর বাজার ঘুরে দেখা গেছে, দম ফেলার ফুরসত নেই কামারদের। দিন-রাত কয়লার আগুনে লোহা পুড়িয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে দা, ছুরি, চাকু, বঁটি, কুড়াল, কোদাল তৈরি, পুরনো অস্ত্র ধারালো করায় ব্যস্ত তারা।
চান্দিনা পুরাতন গরু বাজার কামার পট্টি মেসার্স মানিক এন্টারপ্রাইজ মালিক মানিক চন্দ্র কর্মকার বলেন, বছরের বেশিরভাগ সময় কাজ না থাকায় অলস সময় কাটাই। কুরবানি এলেই কাজ বেড়ে যায়। এ সময় পুরো বছরের উপার্জন হয় আমাদের। তাই পরিশ্রমটাও বেশি করেই করতে হয়।
মানিক চন্দ্র কর্মকার আরো বলেন, সারা বছর তো কেউ ছুরি-চাকু-চাপাতি কেনে না। কুরবানি এলেই নতুন অস্ত্রের প্রয়োজন হয়। এ ছাড়া কাঁচামালের দামও বাড়ে। তাই এ সময় আমরাও পণ্যের দাম কিছুটা বেশি নিচ্ছি। কামারপাড়ায় আসা নুরু মিয়া বলেন, দুটো বঁটি ১২ শত টাকা দিয়ে কিনলাম। ঈদ উপলক্ষে দামটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়