ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

কোল্ড স্টোরেজের সিন্দুক ভেঙে ৩১ লাখ টাকা লুট

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলায় একটি কোল্ড স্টোরেজের সিন্দুক ভেঙে সাড়ে ৩০ লাখ টাকা লুট করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বড়গাছী এলাকার রাজ কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোল্ড স্টোরেজের তিন নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে।
কোল্ড স্টোরেজের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, কোল্ড স্টোরেজে একদিনের কালেকশনের টাকা পরদিন ব্যাংকে জমা দেয়া হয়। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের কালেকশনের টাকা জমা দেয়া হয়নি। রবিবার ব্যাংকে টাকাগুলো জমা দেয়া কথা ছিল। তাই গত শনিবার রাতে অফিস বন্ধের আগে দোতলার সিন্দুকে টাকা রাখা হয়। কিন্তু গভীর রাতে তিন মুখোশধারী ব্যক্তি তালাভাঙার যন্ত্র হাতে নিয়ে কোল্ড স্টোরেজে প্রবেশ করে। তারা একে একে কয়েকটি গেটের তালা ভেঙে সিন্দুকের কক্ষে ঢোকে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর তারা সিন্দুকটি ভেঙে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা লুট করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে। সকালে এ ঘটনা জানাজানি হয়। তবে মুখোশ পরা ও খালি গায়ে থাকায় তাদের ছবি দেখে শনাক্ত করা যায়নি।
তিনি আরো জানান, রাতে কোল্ড স্টোরেজের নিরাপত্তার দায়িত্বে ছিল তিনজন নৈশপ্রহরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা এইড সিকিউরিটিজ সার্ভিসেস লি. এর কর্মচারী।
পবা থানার ওসি শেখ মোবারক পারভেজ বলেন, সিসিক্যামেরার ফুটেজ দেখে তিনজন এর সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নৈশপ্রহরীসহ সিন্দুকের দায়িত্বে থাকা কয়েকজনকে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়