রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

হিলি দিয়ে বেড়েছে জিরা আমদানি

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা। এরপরও মসলাটির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ৮০ টাকা।
আমদানিকারকদের দাবি, ভারতে সরবরাহ ঘাটতির কারণে সেখানেই দাম ঊর্ধ্বমুখী। এছাড়া ডলার রেট বাড়ার কারণে বাড়তি শুল্ক দিতে হচ্ছে। ফলে বেশি দামে জিরা আমদানি করতে হচ্ছে। এ কারণেই আমদানি বাড়লেও দাম কমেনি।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে জানুয়ারি মাসে ৩৯টি ট্রাকে ১ হাজার ৫৭ টন জিরা আমদানি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমদানির পরিমাণ কিছুটা বেড়ে ১ হাজার ২৩৭ টনে উন্নীত হয়। মার্চে ব্যাপকহারে জিরা আমদানি হয়। এ সময় বন্দর দিয়ে ১৫৬টি ট্রাকে ৪ হাজার ২৭৬ টন জিরা দেশে ঢোকে। এপ্রিল মাসে ৮৫টি ট্রাকে ২ হাজার ৩৯১ টন জিরা আমদানি হয়েছে। মে মাসে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৮২৯ টন। চলতি মাসে বন্দর দিয়ে জিরার আমদানি কিছুটা বেড়েছে। ১৯ জুন পর্যন্ত ১২ কর্মদিবসে ৪৯টি ট্রাকে ১ হাজার ৪০২ টন জিরা আমদানি হয়েছে।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই জিরার ব্যাপক সরবরাহ আছে। তারপরও দাম বাড়তি। গত সপ্তাহে যে জিরা ৭৫০ টাকা কেজি বিক্রি হয়েছিল, তা বর্তমানে দাম বেড়ে ৮৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের বিক্রেতারা বলেন, সরবরাহ ঘাটতি দেখা দেয়ায় ঈদুল ফিতরের পরই জিরার দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। পরবর্তী সময়ে আমদানি বাড়তে শুরু করলে দামও কমতে শুরু করে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম আবারো বাড়ল। মোকামেই দাম বাড়তি। ফলে আমরা বাড়তি দামে কিনে সে দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছি।

হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারকরা জানান, আর কয়েকদিন পরই ঈদুল আজহা। এ সময় দেশের বাজারে মসলার বাড়তি চাহিদা থাকে। সে কথা মাথায় রেখেই বন্দর দিয়ে জিরা আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। তবে আমদানির পরিমাণ বাড়লেও দেশের বাজারে জিরার দাম বাড়ছে।

কারণ হিসেবে তারা বলেন- দেশে যে পরিমাণ জিরার চাহিদা আছে, সে পরিমাণ জিরা আমদানি সম্ভব হচ্ছে না। আমদানিতে প্রচুর পরিমাণ ডলারের প্রয়োজন। এ কারণে সব ব্যাংক জিরার এলসি খুলতে চায় না। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার ভারতে প্রাকৃতিক দুর্যোগের কারণে জিরার উৎপাদন খানিকটা কম হয়েছে। এতে করে সে দেশেই দাম বাড়তি।
ডলার রেট বাড়ার কারণে কেজিপ্রতি ১৫ টাকার মতো বাড়তি শুল্ক দিতে হচ্ছে। আগে প্রতি কেজি জিরার আমদানি শুল্ক বাবদ পরিশোধ করতে হতো ১০৫ টাকা। বর্তমানে তা বেড়ে ১২০ টাকা হয়েছে। ভারত থেকে প্রতি টন জিরা প্রকারভেদে ১ হাজার ৭৫০ ডলার থেকে ১ হাজার ৮৫০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। কাস্টমস প্রতি টন জিরা ১ হাজার ৮৫০ ডলার মূল্য হিসেবে শুল্কায়ন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়