রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

নতুন স্মার্টফোন আইটেল এস২৩

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গেøাবাল শীর্ষস্থানীয় স্মার্টলাইফ ব্র্যান্ড আইটেল অফিসিয়ালি তাদের প্রথম রঙ পরিবর্তনশীল (কালার চেঞ্জিং) স্মার্টফোন এস২৩ বাজারে এনেছে। যার প্রিমিয়াম ডিজাইন, সেরা ফিচার এবং বিগ মেমরির সমন্বয় ব্যবহারকারীদের দারুণ এক অভিজ্ঞতা প্রদান করবে।
আইটেল, নতুন এই ফ্যাশনেবল স্মার্টফোন বাজারে আনতে পেরে দারুণ উচ্ছ¡সিত কেননা সেগমেন্টে প্রথম রঙ পরিবর্তনকারী বা কালার চেইঞ্জিং ব্যাক প্যানেলসহ একটি নতুন স্মার্টফোন তারা ব্যবহারকারীদের দিতে পেরেছে। এছাড়া আইটেল এস২৩ এর মিস্ট্রি ওয়াইট সংস্করণে ফটোক্রোমিক লেয়ার রয়েছে যার কারণে স্বয়ংক্রিয়ভাবে এই ফোনের রঙ সাদা থেকে গোলাপী রঙে পরিবর্তন হয় সূর্যের আলো বা ইউভি রশ্মির সংস্পর্শে এলে। এছাড়া থ্রিডি কম্পোজিট প্যানেলের কারণে স্মার্টফোনটি দেখতে অনেক প্রাণবন্ত ও প্রিমিয়াম লাগে। আইটেল এস২৩ স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ১০ হাজার ৪৯০ টাকা থেকে। আইটেল এস২৩ স্মার্টফোনের অভিনব কালার চেইঞ্জিং টেকনোলজি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়