রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

খাতভিত্তিক লেনদেনে জীবন বিমাখাত শীর্ষে

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে জীবন বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২০ দশমিক ৩ শতাংশ অবদান রয়েছে এ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাদ্য খাতে ১০.৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ৮.৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ৮.৪ শতাংশ, প্রকৌশল খাতে ৭.৭ শতাংশ, আইটি খাতে ৭.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬.৫ শতাংশ, বস্ত্র খাতে ৬.২ শতাংশ, কাগজ খাতে ৫.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৯ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৫ শতাংশ, ট্যানারি খাতে ২.৯ শতাংশ, সেবা খাতে ২.৮ শতাংশ, সিমেন্ট খাতে ২.১ শতাংশ, ব্যাংক খাতে ১.৫ শতাংশ লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়