প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করার আহ্বান

আগের সংবাদ

হাটে পর্যাপ্ত গরু, দাম চড়া : কেনাবেচা আজ থেকে > শর্ত মানছেন না ইজারাদার > ট্রাক নিয়ে টানাটানি

পরের সংবাদ

তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আর নেই

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন (৭০) গত বৃহস্পতিবার বিকালে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দীঘিরপাড় গ্রামে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান রনি এবং তাহিরপুর থানার এস আই মো. নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নিজবাড়ি দীঘিরপাড় পঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়