শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

শেরপুর ও জামালপুর : যুদ্ধাপরাধ মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুদ্ধাপরাধ মামলায় শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর মোখলেছুর রহমান তারাকে র‌্যাব ও জামালপুর সদর উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় আট বছরের পলাতক আসামি মো. বেলায়েত হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সম্পর্কে প্রতিনিধিদের পাঠানো খবর-
নকলা (শেরপুর) : নকলা পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর মোখলেছুর রহমান তারাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চক্ষু চিকিৎসার জন্য ময়মনসিংহ ধোপাখোলা হাসপাতালে এলে সদর বিভাগীয় র‌্যাব তাকে গ্রেপ্তার করে।
এ মামলার আসামি হাজি জালমামুদ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুজ্জামান ফারুক ঢাকা কারাগারে রয়েছেন। কুর্শাবাদাগৈড় এলাকার ডা. এমদাদুল হক খাজা মিয়া কিছুদিন কারাবাসের পর মারা গেছেন। বিবিরচর এলাকার আক্রাম হোসেন টিএনটি অপারেটর জামিনে রয়েছেন। অপর আসামি কুর্শা এলাকার মৃত ময়েজ উদ্দিন সরকারের ছেলে সাবেক মেয়র মোখলেছুর রহমান তারা দীর্ঘ ৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
এমতাবস্থায় ময়মনসিংহ সদর হেড কোয়ার্টার র‌্যাব-১৪ গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশের হাতে সোপর্দ করে। রাতে তাকে শেরপুর কোর্টে পাঠানো হয়।
জামালপুর : জামালপুর সদর উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় আট বছরের পলাতক আসামি মো. বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত বেলায়েত হোসেন উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিণাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামিকে সকালে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ২০১৫ সালের ১ এপ্রিল মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ৯ জনকে আসামি করে যুদ্ধাপরাধ মামলা দায়ের করেন। পরে ডিসেম্বর মাসের ৯ তারিখে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই মামলার ২ আসামির মৃত্যু এবং ৫ আসামি আগেই গ্রেপ্তার হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়