শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

রাজধানীতে ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- রবিউল ইসলাম (৩৭), সুমন (৩৮) ও কামাল হোসেন (২৩)। একই ঘটনায় সাইফ হাসান (২৪) নামে আরো একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আফতাবনগর জি-ব্লকের ৪ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী দেলোয়ার হোসেন জানান, তারা নির্মাণাধীন ৬ তলা ভবনটিতে কাজ করেন। ওই ৪ জন গতকাল সকাল থেকে ৪র্থ তলার বাইরের পাশে মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় মাচার রশি ছিঁড়ে গেলে সেখান থেকে তারা নিচে পড়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

পরে গতকাল সন্ধ্যার দিকে আরো একজন মারা যায়। আহত একজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়