শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

দুর্বল কোম্পানিতে আগ্রহ বেশি

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে দুর্বল মৌলভিত্তির কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পিানির মধ্যে ৯টিই ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। প্রসঙ্গত, তালিকায় থাকা এসব কোম্পানির মধ্যে ৫টি কোম্পানি আগের বছরে কোনো লভ্যাংশ দেয়নি। কিছু কোম্পানি পুঞ্জীভূত লোকসানে রয়েছে। টানা তিন থেকে চার বছর কোনো লভ্যাংশ দেয় না। আর বাকি কোম্পানিগুলোও নামমাত্র লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি ধরে রেখেছে। তারপরেও এসব দুর্বল কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৯৭৩ বারে ৯৩ লাখ ৬১ হাজার ৮৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। শেয়ারটির দর ৮০ পয়সা বা ৭.৮৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, মেট্রো স্পিনিং, অ্যাপলো ইস্পাত, ইউনিয়ন ক্যাপিটাল, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ও আইটি কনসালটেন্টস লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়