শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

চট্টগ্রামে স্ত্রী-সন্তান হত্যা : স্বামী-সতীনের যাবজ্জীবন

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পাহাড়তলীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী-সতীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল বারেক ও লাকী বেগম। আব্দুল বারেক ল²ীপুর জেলার রামগঞ্জ এলাকার মো. বদু মিয়ার ছেলে। আর লাকী বেগম আব্দুল বারেকের প্রথম স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে রহিমা বেগম ওরফে সুমির সঙ্গে আসামি আব্দুল বারেকের বিয়ে হয়। বিয়ের পর আসামিরা সুমিকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। বিয়ের দেড় বছর পর ওই দম্পতির ছেলে সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর সতীন লাকী বেগম গরম পানি মেরে সুমিকে হত্যার চেষ্টা করে। এরপর সুমিকে তার বোনের বাসায় রেখে আসে। তার কিছুদিন পর সুমিকে আর কোনোরকম অত্যাচার করবে না বলে স্বামীর বাড়িতে নিয়ে যায়। ২০১১ সালের ২৫ মার্চ রাতে সুমি ও লাকী বেগম আব্দুল বারেকের বাসায় ছিল। পরের দিন ২৬ মার্চ সুমিকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে সুমি তার বোনকে ফোন করে জানায় তারা গ্রামের বাড়িতে যাওয়ার কথা বললেও তারা সবাই ঘরে আছে এবং তাকে ঘরের বাইরে যেতে দিচ্ছে না- এই বলে মোবাইল ফোন কেটে দেয়। পরে ওইদিন দুপুরে খবর পায় সুমি ও তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আসামি আব্দুল বারেক ও তার স্ত্রী লাকী বেগমকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত সুমির বোন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়