পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

বিশ্ব বাবা দিবস : চট্টগ্রামে ৪০ জন গর্বিত বাবাকে সংবর্ধনা

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বিশ্ব বাবা দিবস উপলক্ষে চট্টগ্রামে ৪০ জন গর্বিত বাবাকে সংবর্ধনা দিয়েছে দ্য চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি)। গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম শম্ভু দাশ, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ দাশ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র মজুমদার, হৃদয়ে-৯০ নির্বাহী কমিটির সভাপতি কাজী মোহাম্মদ গোফরান চৌধুরী, ট্রাস্টের উপদেষ্টা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম (সালাম), উপদেষ্টা মমতাজ বেগম, এস প্রকাশ পাল। ট্রাস্টের মহাসচিব তারানাথ চক্রবর্তী ও প্রধান শিক্ষিকা মিশু ভট্টাচার্য্যরে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব বাবা দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক প্রবাল দে ও সদস্য সচিব রাজীব দে (শম্ভু)। বক্তব্য রাখেন ডা. সজীব তালুকদার, লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ। অনুষ্ঠানে ৪০ জন গর্বিত বাবাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাবা-মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। মা আমাদের লালনপালন করেন আর বাবা সন্তানের জীবনে বটবৃক্ষের মতো। বৃদ্ধাশ্রম কোনো বাবা-মার ঠিকানা হতে পারে না। প্রত্যেক সন্তানের উচিৎ বাবা-মায়ের সেবা করা। বক্তারা আরো বলেন, বাবা হলেন বটবৃক্ষের ছায়া, বাবা মানে নির্ভরতা। বাবা মানে জীবনের সব সুখ, আনন্দ, বিলাস ত্যাগ করা এক মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়