পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

বিএসএমআরএএইউ : স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সেমিনার

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান গতকাল বুধবার লালমনিরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মোকাম্মেল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বৃত্তি প্রদান করার ফলে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন দেশের একমাত্র অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করার সুযোগ পেয়ে তোমরা গর্বিত, এখান থেকে পড়ালেখা শেষ করে দেশে ও দেশের বাইরে অ্যাভিয়েশন সেক্টরে বিদ্যমান দক্ষ জনবল সংকট তোমরা পূরণে সক্ষম হবে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়