পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

বাউবি উপাচার্য : অগ্রাধিকার পাওয়া উচিত গবেষণানির্ভর ফলাফল

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানে সার্টিফিকেটনির্ভর মূল্যায়ন নয় বরং গবেষণানির্ভর ফলাফলকে গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। গতকাল বুধবার সকালে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে চিন্তা ও মানসিক বিকাশ ঘটাতে পারে সেজন্য জীবনঘনিষ্ঠ শিক্ষা অর্জন জরুরি। শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মর্যাদায় পৌঁছাতে পারবো। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা আগামী প্রজন্মের জন্য ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন। নিজের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটানোর তাগিদ দেন তিনি। কর্মমুখী শিক্ষায় জ্ঞান সৃজনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলা করতে পারব বলেও মতপ্রকাশ করেন উপাচার্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক ও কর্মশালার মুখ্য রিসোর্সপার্সন মো. আখতার হোসেন বলেন, সরকারের হাতে নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবনে গতি বাড়বে, ঊর্ধ্বমুখী হবে আমাদের জিডিপি। একইসঙ্গে জীবনের মানোন্নয়নে ভাষা ও কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা প্রবাস থেকে আরো রেমিট্যান্স অর্জনে সক্ষম হব। এসডিজি বাস্তবায়নের মাধ্যমেই মানবকল্যাণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে সরকার। কর্মশালায় রির্সোসপার্সন হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা ও একাডেমিক মাস্টার প্লান সম্পর্কে সরকারের গৃহীত পরিকল্পনা এবং শিক্ষাসহ নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোকপাত করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই কমিটির সভাপতি ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা)। এছাড়া বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এবং জুম অনলাইনে যুক্ত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। কর্মশালা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। কর্মশালায় বাউবির শিক্ষক কর্মকর্তাসহ ৩৮ জন অংশ নেন। কর্মশালায় সঞ্চালনা করেন একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং লাইব্রেরি এন্ড ডকুমেন্টশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীতা মোরশেদ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়