পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

কবরে তিন হাজার বছরের তরবারি

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জার্মানিতে তিন হাজার বছরের বেশি পুরনো একটি তরবারির সন্ধান পাওয়া গেছে। নৃতাত্ত্বিকরা বলছেন, ব্রোঞ্জ যুগের এ তরবারিটি এখনো অনেক ভালো অবস্থায় রয়েছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের একটি সমাধিস্থলের খননকাজের সময় তরবারিটির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তরবারিটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিকের। এর হাতল অষ্টভুজাকার। খবর দ্য গার্ডিয়ানের। স্থানীয় বাভারিয়া প্রাদেশিক কর্তৃপক্ষ বিএলএফডি বলছে, তরবারিটির অবস্থা এতটাই ভালো যে সেটি এখনো ‘জ্বলজ্বল’ করছে। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তরবারি তৈরি করা বেশ কঠিন। ধারণা করা হচ্ছে, এটি শুধু আলংকারিক নয়, তরবারিটি সত্যিকারের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়