ঠিকানা নিয়ে ৩২ বার তদন্তে উষ্মা হাইকোর্টের

আগের সংবাদ

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় বসবে না আ.লীগ > সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : অন্য দেশের সঙ্গেও অর্থ বিনিময়ের সুযোগে ব্রিকসে যোগ দেয়ার সিদ্ধান্ত

পরের সংবাদ

মানারাত ইউনিভার্সিটি : রেজিস্ট্রার হিসেবে ড. মো. মোয়াজ্জম হোসেনের যোগদান

প্রকাশিত: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে ড. মো. মোয়াজ্জম হোসেন গত শনিবার যোগদান করেন। উল্লেখ্য যে সম্প্রতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিয়োগ প্রদানের প্রেক্ষিতে তিনি এ পদে যোগদান করেন। বিজ্ঞপ্তি
এর আগে তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুর, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ফেনি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার এবং পানি উন্নয়ন বোর্ড ও শ্রম পরিদপ্তরের সহকারী পরিচালক পদমর্যাদায় ২৮ বছর কর্মরত ছিলেন।
ড. মো. মোয়াজ্জম হোসেন বাংলাদেশের উচ্চ শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার হিসেবে যোগদান উপলক্ষে গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আদ্য ১৮ জুন অনুষ্ঠিত এক অভ্যর্থনা সভায় কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়