যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। গতকাল সোমবার সকালে পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন।
পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের পূর্ব পার্শ্বের মাঠে বিজিবি মহাপরিচালক একটি বটবৃক্ষের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিজিবি দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায় সর্বমোট ১ লাখ বৃক্ষ রোপন করার পরিকল্পনা রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বৃক্ষরোপনের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন। বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রæতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। ঋতু বৈচিত্রের ওপর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। বিজিবি ডিজি বলেন, গাছ বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ছেড়ে দেয়, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপন করা প্রয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়