যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

চট্টগ্রামে নারী গ্রেপ্তার : চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ইয়াসমিন হক (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসমিন চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেন ইয়াসমিন। সেগুলোর বিপরীতে পরবর্তী সময়ে প্রতারণার উদ্দেশ্যে চেক দিয়ে আত্মগোপন করেন তিনি। এরপর ভুক্তভোগীরা আদালতে মামলা করলে ইয়াসমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বর্তমানে ৯টি মামলার পলাতক আসামি তিনি। তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়