যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

গণতন্ত্র মঞ্চ : সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ সংকট সমাধানসহ খাদ্যপণ্যের দাম কমিয়ে মানুষের জীবন বাঁচানোর দাবিতে গণতন্ত্র মঞ্চকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে দেয়নি পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দাবিতে ঈদের পরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
পরে দুপুর ১টার দিকে তিন শতাধিক কর্মী নিয়ে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যান গণতন্ত্র মঞ্চের নেতারা। মিছিলটি ঢাকার তোপখানা রোড, পুরানা পল্টন মোড় হয়ে জিরো পয়েন্টের কাছে গেলে পুলিশ সেখানে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে সেখানে এক দফা ধস্তাধস্তি হয়। এরপর ওই ব্যারিকেডের সামনে প্রায় আধ ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, এ দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এ সরকারের পায়ের তলে মাটি নেই। জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এ সরকার ক্ষমতায় থাকতে পারে না। এ সরকারকে পদত্যাগ করতে হবে। এ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দরকার। যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ বছর বাংলাদেশে যত মুদ্রার ঘাটতি দেখা গেছে, তা গত কয়েক বছরে হয়নি। এ সরকারের কাছে দেশের জনগণ বিদ্যুৎ পাবে না, নিরাপত্তা পাবে না, ভোট দিতে পারবে না। এ সরকার হচ্ছে স্বৈরাচারী, বদমাশ, লুটপাটের সরকার। এ সরকারের যাবার সময় হয়েছে। তোমরা এবার যাও।
গণতন্ত্র মঞ্চের শরীক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ঈদের পরের কর্মসূচি ঘোষণা করে বলেন, এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের সংস্কারসহ ১৪ দফা দাবিতে আমরা আগামী ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করব।

ওই রোড মার্চের আগে গণতন্ত্র মঞ্চ জেলায় জেলায় ও বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় পদযাত্রা করবে বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়