জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

বিরামপুরে স্ত্রীকে হত্যা : ১৮ বছর পর নাটোর থেকে স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : দিনাজপুরের বিরামপুরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী ওয়াসিম আলী দুলালকে গ্রেপ্তার করেছে র?্যাব-৫। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিম দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার হাট গ্রামের মৃত নাসিম উদ্দিন মণ্ডলের ছেলে। স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি। ১৮ বছর আত্মগোপনে ছিলেন তিনি।
গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র?্যাব -৫।
র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ২০০৫ সালে ওয়াসিম আলী পারিবারিক কলহের জেরে তার প্রথম স্ত্রীকে হত্যা করেন। ওই ঘটনায় বিরামপুর থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান তিনি। এরপর ১৮ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বিরামপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়