জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

নেত্রকোনা : ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ম. শফিকুল ইসলাম, নেত্রকোনা থেকে : ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন উপলক্ষে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তার নিজস্ব ক্যাম্পাসে প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৫টি দল তাদের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করে। এ উপলক্ষে টিএসসি ক্যাম্পাসে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
টিএসসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিতের সভাপতিত্বে ও জুনিয়র ইনস্ট্রাক্টর ওয়েল্ডিং আবুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আশিক নুর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা করেছেন। এজন্য দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়ে তোলা একান্ত আবশ্যক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়