জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

নতুন ট্রেন্ড স্ল্যাশ জিন্স

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভিনদেশি ফ্যাশনে সাউথ কোরিয়া এনেছে জিন্সের প্যান্টের আনকোরা এক ডিজাইন। ৭০ দশক থেকে ২০০০ পর্যন্ত জিন্সের জনপ্রিয় ব্যাগি কাটের ফিউশনে করা হয়েছে এটি। ‘লেজে’ নামের ফ্যাশন ব্র্যান্ডের আনা নতুন এই জিন্সে আদতে পা ঠিকঠাকই থাকবে তবে দেখতে কিছুটা বিভ্রম সৃষ্টি করবে। যদিও এটি ব্যবহারে কোনও সমস্যা বোধ করবেন না এর পরিধানকারী। নতুন এ জিন্সের নাম দেয়া হয়েছে স্ল্যাশ জিন্স। এই নতুন কাটের ডিজাইনটি নিয়ে আলোচনা তুঙ্গে ইন্সস্টাগ্রামে। কেউ কেউ বলছে জনপ্রিয় সামুরাই বা ফ্রুট নিনজা গেমের চরিত্রগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাট করা হয়েছে। মূলত এল শেপে টর্ন ও রিপড স্টাইলের আদলে ডিজাইন করা হয়েছে এই স্ল্যাশ জিন্সের। বলা যায় না, কদিন বাদেই হয়তো আপনার চেনা শহরের গলিতেই ছুটে বেড়াবে এমন ‘পা-কাটা’ জিন্সের দল। তবে বাংলা টাকায় এই জিন্সের দাম বেশ চড়া। ইউনিট প্রতি প্রায় ৩৬ হাজার টাকা দাম ধরা হয়েছে এই নতুন ট্রেন্ডের জিন্সটির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়