পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

রেলওয়ের বাধায় এলজিইডির কাজ বন্ধ ঈশ্বরদীতে

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী দপ্তরের তত্ত্বাবধানে এইচবিবি রাস্তা ও যাত্রীছাউনির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পাকশী রেলওয়ে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাবনা জেলা প্রশাসকের ঘাট উন্নয়ন প্রকল্পের আওতায় এই নির্মাণকাজ চলছিল। রেল কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই দেশের জাতীয় কেপিআইভুক্ত সম্পদ হার্ডিঞ্জ ব্রিজের নিচে গত চার দিন থেকে এই নির্মাণকাজ চলমান থাকায় বৃহস্পতিবার সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদের নেতৃত্বে ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘হার্ডিঞ্জ ব্রিজ দেশের যোগাযোগব্যবস্থার ঐতিহ্যবাহী জাতীয় স্থাপনা। আমাদের রেল বিভাগের নিবিড় রক্ষণাবেক্ষণের কারণে এটি এখনো সচল আছে। কে বা কারা রাতের আঁধারে না জানিয়ে রাষ্ট্র্রীয় নিরাপত্তার চিন্তা না করে নিজেদের স্বার্থে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পাকা রাস্তা নির্মাণ করছে। যারা এই আইনবিরোধী অপকর্মটি করছে, তাদের বিরুদ্ধে যদি এখনই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এ জাতীয় স্থাপনাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’ পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ‘ব্রিজের বয়স একশ বছরেরও বেশি হয়েছে। রেল কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যার কারণেই এই ব্রিজটির বয়স একশ বছরের অধিক হওয়ার পরও সুষ্ঠুভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। আরো অধিক বছর এই ব্রিজটি ব্যবহারে সক্ষম থাকবে বলে আশা করছি।’
পাকশী বিভাগীয় উপসহকারী প্রকৌশলী মিনহাজ আকন্দ অভিযোগ করে বলেন, ‘হার্ডিঞ্জ ব্রিজকে ধ্বংস করার জন্য গত চার দিন ধরে ব্রিজের নিচে পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। রাজনৈতিক নেতাদের শক্তি খাটিয়ে জমি প্লট আকারে বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করছে একটি মহল।’
অভিযোগকারী রেল কর্মকর্তারা আরো বলেন, কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় ব্রিজের উভয় পাড়ে পুলিশ ফাঁড়ি রয়েছে। যাদের দায়িত্বে অবহেলা স্পষ্ট হওয়ায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবস্থা গ্রহণ করবেন।’

ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির বলেন, ‘জেলা প্রশাসকের ঘাট উন্নয়ন ফান্ডের অর্থায়নে রাস্তা ও যাত্রীছাউনির নির্মাণকাজ চলছিল। রেল কর্তৃপক্ষ বাধা দেয়ায় আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়