পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

অভয়নগরে অস্ত্র উদ্ধার, একজন আটক

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রাম থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে পুলিশ মধ্যপুর গ্রামের নূর ইসলামের (৫০) বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করে। এসময় পুলিশ নূর ইসলামকে আটক করে।
নূর ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে। তিনি এর আগে একটি অস্ত্র মামলায় দশ বছর জেল খেটেছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে অস্ত্র কেনাঁেবচা করেন।
অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে পুলিশ উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে হানা দেয়। এরপর পুলিশ প্রথমে নূর ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘরের মেঝেতে পলিথিন মোড়ানো অবস্থায় মাটির নিচ থেকে একটি দেশীয় তিননলা বিশিষ্ট শুটার গান উদ্ধার করে। নূর ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের বাড়ি থেকে একটি শুটারগানসহ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নূর ইসলাম একজন অস্ত্র বিক্রেতা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়