সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

বিদ্যুৎ অবসর সমিতি : ‘এক পদ এক পেনশন’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘এক পদ এক পেনশন’ শীর্ষক এক সেমিনার গত মঙ্গলবার বিদ্যুৎ ভবনস্থ প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তরের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন। প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মো. লিয়াকত হোসেন বড়ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব প্রকৌশলী খান মনজুর মোরসেদ।
সেমিনারের মূল আলোচক বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি) এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অব.)। তার উপস্থাপনায় ‘এক পদ এক পেনশন’ এর পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বলেন, ২০ বছর আগে তৎকালীন বেতন কাঠামো ও পেনশন বিধিমালায় একজন সরকারি কর্মচারী যে পরিমাণ পেনশন পাচ্ছেন, বর্তমান বেতন কাঠামোর তুলনায় তা নিতান্তই অপ্রতুল।
বিউবোর সাবেক পরিচালক এ এস এম বজলুল হক বলেন, ২০০৮ সালের ১০০ টাকার মূল্যমান বর্তমানে ৪৪ টাকা মাত্র। অপরদিকে ২০০৮ সালের ১০০ টাকার দ্রব্যমূল্য বর্তমানে ২৬০ টাকা। ২১৬ টাকার এই বিশাল অংকের ঘাটতি মোকাবেলায় প্রবীন পেনশনাররা এখন নিষ্পেষিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী এস এম জাফর সাদেক, বিউবো এর সাবেক সদস্য পিএন্ডডি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মঞ্জুর-উল-আলম, পিজিসিবি এর প্রকৌশলী মো. আইনুল হক, পিইঞ্জ, প্রকৌশলী আসাদ উল্লাহ, প্রকৌশলী নওশের উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়