প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

সদরপুরে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : কুরবানিকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের সদরপুর উপজেলার মাস্টার বাড়ি এগ্রো ফার্মের পরিচালক চরমানাইর ইউনিয়নের বাসিন্দা কামরুল হাসান ফারুক। দেশীয় জাতের ৫০টি গরু নিয়ে এ বছর কুরবানির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এসব দেশীয় গরুর ব্যাপক চাহিদা রয়েছে হাটে। ২০১৬ সালে তিন ভাইয়ের সহযোগিতায় নিজ এলাকায় শুরু করেন মাস্টার বাড়ি এগ্রো নামে একটি গরুর ফার্ম। দেশীয় জাতের ছোট-বড় প্রায় ৫০টি ষাঁড় গরু দিয়ে এ বছর গড়ে তুলেছেন তার খামার। ৭০ হাজার থেকে পৌনে ২ লাখ টাকায় কেনা এসব গরু এখন ২ থেকে ৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। গবাদি পশুগুলোকে নিবিড় পরিচর্যার মাধ্যমে মোটা-তাজা করতে ইতোমধ্যে নিয়োগ করেছেন ৫ জন খামার শ্রমিক। দেশীয় প্রজাতির লাল, কালো ও সাদা রঙের এসব গরুকে দ্রুত বড় ও এদের থেকে অধিক মাংস পেতে সুষম খাবারের পাশাপাশি প্রাকৃতিকভাবে লালনপালন করা হচ্ছে। প্রতিটি গরুর পেছনে সুষম খাবার জন্য ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। গেল বছর শেষ সময়ে ভারত থেকে গরু প্রবেশ করায় দেশীয় গরুর দাম কমে যায়, এতে লোকসানের শিকার হন ফারুকসহ স্থানীয় খামারিরা। এবার তাই দেশীয় গরুর বাজার পেতে ভারতীয় গরু প্রবেশ বন্ধের দাবি তাদের। দেশীয় গরুর খামারকে আরো বেশি জনপ্রিয় করতে গোখাদ্যের দাম কমানোসহ সহজ শর্তে ঋণ চান খামারিরা। প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে উপজেলায় প্রায় ২ হাজারের অধিক গরু মোটা-তাজাকরণ খামার এবং প্রায় ৫০০ এর অধিক ছাগলের খামার রয়েছে। কুরবানিযোগ্য গরু আছে ২০ হাজারের অধিক এবং ছাগল আছে ২৮ হাজারের অধিক। চলতি বছরে গরুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৫ হাজার এবং ছাগল প্রায় ১৯ হাজার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়