প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

রহনপুর পৌরসভা : ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : রহনপুর পৌরসভার ২০২৩-২৪ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেয়রের অফিস কক্ষে ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. খাইরুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. জাহানারা পারভীনসহ রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ।
বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লাখ ৩৩ হাজার ২১৬ টাকা। উন্নয়ন সহায়তা ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা, ব্যয় ৪২ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধনি হিসাব ৮০ লাখ টাকা, মূলধনি ব্যয় ৮০ লাখ টাকা।

বাজেট উপস্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নে রহনপুর পৌরসভার মেয়র মো. মতিউর রহমান খান চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়