হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

ভোলা : ভিটামিন এ প্লাস খাবে পৌনে ৩ লাখ শিশু

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি : ভোলায় দুই লাখ ৮২ হাজার ৬৭৯টি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৩ হাজার ৩১১টি শিশুকে এক লাখ ইউনিটের একটি নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি দুই লাখ ৫০ হাজার শিশুকে দুই লাখ ইউনিটের লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮ জুন থেকে জেলার ১০টি স্থায়ী ও ১৬৮০টি অস্থায়ী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে এ কার্যক্রম চলবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান ভোলার সিভিল সার্জন ডা. মো. কে এম শফিকুজ্জামান।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময় অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়