হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন হাসিনা

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিকেও আম উপহার পাঠিয়েছেন। গত মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতেও ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন। এবার উপহারের ঝুড়িতে হিমসাগর এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম দেয়া হয়েছে, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আম পৌঁছে দেন। গত সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়